ঢাকা, ১৯ সেপ্টেম্বর- গত মার্চে শেষবারের মতো স্ত্রী বর্ষাকে নিয়ে সিনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আলোচিত প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। স্থান ছিলো তুরস্ক। কথা ছিল লাগাতার শুটিংয়ের মাধ্যমে দিনদ্য ডে-এর কাজ শেষ করবেন। তবে তা হয়নি। মাত্র দুই সপ্তাহের দৃশ্যধারণ বাকি থাকতেই করোনায় আটকে যায় কাজ। তাই আবারও শুটিংয়ে ফিরছে অনন্ত-বর্ষাসহ পুরো টিম। আর এ জন্য যেতে হবে তুরস্কে। আগামী অক্টোবরে দেশটিতে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অনন্ত। সবার ভিসা মিললে সে মাসেই বাকি কাজটুকু রফা করবেন। অনন্ত জলিল বলেন, ইতোমধ্যে ইস্তাম্বুল ও আনতালিয়ায় শুটিং করার অনুমতিও মিলেছে। তবে এখান থেকে আরও কয়েকজনের ভিসা পেতে হবে। আশা করছি, সেটা সামনের সপ্তাহেই পেয়ে যাব। তাহলেই শুটিংটি অক্টোবরে করে ফেলব। কারণ ডিসেম্বরে তুরস্কে শীত পড়ে যায়। তখন শুটিং করাটা কষ্টকর হবে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে দিনদ্য ডে। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। আরও পড়ুন-যেভাবে নিজেকে বদলেছেন আরিফিন শুভ যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন। ছবির অন্যতম প্রযোজক অনন্ত জানান, অক্টোবরে শুটিংয়ের সব কিছু ঠিক থাকলে নতুন বছরের প্রথম দিকে ছবিটি মুক্তি দেওয়া হবে। সূত্র:বাংলা ট্রিবিউন আডি/ ১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35MBpbz
September 19, 2020 at 03:18PM
19 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top