ঢাকা, ১৬ সেপ্টেম্বর- বর্তমান সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানকে বুধবার দুপুরে যখন মুঠোফোনে কল করা হলো, জানালেন ১০ মিনিট পর কল ব্যাক করবেন। ১০ মিনিট পরের সেই কলে আরিয়ানবলেন, প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ব্যানারে প্রশ্নোত্তর শিরোনামে একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করতে যাচ্ছি আগামী অক্টোবর থাকে। এখনই সুনির্দিষ্ট করে তারিখ বলা যাচ্ছে না। এই ওয়েব ফিল্মে ২০ জন অভিনয় করতে যাচ্ছেন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব ভাই। বাকিদের নাম এখনো চূড়ান্ত বা বলার মতো অবস্থায় যায়নি। পরিচালনার পাশাপাশি ৯০ মিনিটের ওয়েব ফিল্ম প্রশ্নোত্তর-এর চিত্রনাট্য লিখেছেন আরিয়ান নিজেই। কী থাকছে এই ফিল্মের গল্পে, এনটিভি অনলাইনের এমন প্রশ্নে আরিয়ান বলেন, একজন মানুষের বয়স আর কাজের বয়স বাড়তে থাকলে আশপাশে মানুষের সংখ্যা বাড়তে থাকে ঠিকই, কিন্তু মানুষটি একা হতে থাকে। সে সময় তাঁর সামনে কিছু প্রশ্ন এসে দাঁড়ায়। এই গল্পে সেই প্রশ্নের উত্তর খোঁজা হবে। যদিও এই ওয়েব ফিল্ম প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্বর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। আরও পড়ুন-সিনেমাওয়ালার নতুন আকর্ষণ ওসিডি এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বর্তমান সময়ের আলোচিত আট নির্মাতাকে দিয়ে আটটি ওয়েব ফিল্ম নির্মাণ করছে লাইভ টেকনোলজিস লিমিটেড। তার মধ্যে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন নিজের গল্পে প্রশ্নোত্তর। এই ওয়েব ফিল্মগুলো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমেটিক অ্যাপে। তবে মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি। সূত্র: এনটিভি এমএ/ ১৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2E458RI
September 16, 2020 at 01:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top