মুম্বাই, ২০ সেপ্টেম্বর- সুশান্তের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। হাসি তো ফাঁসি-তে অভিনয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সব ঠিক হয়ে যাওয়ার পরেও ভেস্তে গিয়েছিল প্ল্যান। সুশান্ত টিভি-র অভিনেতা, তাই ব্যাকআউট করেছিলেন পরিণীতি। বেঁকে বসেন সুশান্তও, এক সাক্ষাৎকারে মুখ খুললেন পরিচালক অনুরাগ কশ্যপ। অনুরাগ জানান, ২০১৪ সালে মুক্তি পাওয়া ওই ছবির প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল সুশান্তের। বিপরীতে প্রয়োজন ছিল এক অভিনেত্রীর। প্রস্তাব যায় পরিণীতির কাছে। অনুরাগের কথায়, পরিণীতি রাজি হয়নি। ওর যুক্তি ছিল, ছোট পর্দার কোনো অভিনেতার বিপরীতে কাজ করবে না। আমরা ওকে বোঝাই। সুশান্ত সম্পর্কে ওকে জানাই। ইতোমধ্যেই সুশান্ত পিকেতে অভিনয় করে ফেলেছে। ছবি যখন মুক্তি পাবে তখন সুশান্তের পরিচয় শুধু মাত্র ছোট পর্দার অভিনেতা থাকবে না। কিন্তু এই পরিণীতিকেই তো প্রায় একই সময়ে যশরাজ প্রযোজনা সংস্থার ছবি শুদ্ধ দেশি রোম্যান্স-এ সুশান্তের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। যদি অনুরাগের কথাই সত্যি হয়, সেক্ষেত্রে পরিণীতি কেন ওই ছবিতে কাজ করলেন? অনুরাগ জানান, পরিণীতির সঙ্গে কথা বলে জানতে পারি যশরাজ ব্যানারে একটি ছবি করছে ও। আমার মনে হয়, সুশান্তের সম্পর্কে পরিণীতিকে বিস্তারিত জানানোর পর ও যশরাজের সঙ্গে কথা বলে। এরপরেই ওই সংস্থা থেকে সুশান্তের কাছে শুদ্ধ দেশি রোম্যান্সর অফার আসে। আর সুশান্তও আমাদের কথা দিয়েও ওই ব্যানারে কাজ করতে চলে যান। সুশান্তের পরিবর্তে ওই ছবিতে নেয়া হয় সিদ্ধার্থ মলহোত্রকে। যদিও নায়িকার চরিত্রে অভিনয় করেন পরিণীতিই। অনুরাগের দাবি, এটাই এক মাত্র নয়, কথা দিয়েও কথার খেলাপ আরো এক বার করেছেন সুশান্ত। তার কথা অনুযায়ী, ২০১৬ সালে আমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সুশান্তের কাছে আমার লেখা এক স্ক্রিপট নিয়ে যায়। আমাদের উত্তর প্রদেশ এবং বিহারে বেড়ে ওঠা কোনো ছেলের দরকার ছিল। সুশান্ত স্ক্রিপ্ট শোনেও। কিন্তু এর পরেই এমএস ধোনি মুক্তি পায়। হিট হয়। সুশান্তও আমার সঙ্গে আর যোগাযোগ করেনি। যদিও অনুরাগের বক্তব্য, এতে তিনি কিছু মনে করেননি। তবে ওই ছবিটি আর হয়নি। যশরাজের প্রতি সুশান্তের যে বিশেষ টান ছিল তা সাক্ষাৎকারে বারে বারে বলেছেন অনুরাগ। যদিও সুশান্তের মৃত্যুর পর আদিত্য চোপড়ার ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সুশান্তকে ভাল প্রজেক্ট থেকে বঞ্চিত করার অনেক অভিযোগ উঠেছিল। যশরাজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় ভালো ভালো ছবি হাতছাড়া হয়েছিল সুশান্তের। তার মধ্যে রয়েছে সঞ্জয়লীলা বানশালীর বেশ কয়েকটি হাই বাজেট ফিল্ম। দিন কয়েক আগে অভিনেত্রী কঙ্গনা রানাউত এক সাক্ষাৎকারে বলেছিলেন, যশরাজের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিলে আদিত্য চোপড়া নাকি সুশান্তকে বলিউডে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছিলেন। আরও পড়ুন- অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রীর হেনস্তার অভিযোগ অন্য দিকে, শনিবারই অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বাঙালি অভিনেত্রী প্রায়েল ঘোষ। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দফতরকে ট্যাগ করে অনুরাগ তার সঙ্গে অসভ্য আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি সামনে আসতেই মুহূর্তের মধ্যে মাঠে নেমে পড়েন কঙ্গনা রানাউত। আডি/ ২০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RI9eCl
September 20, 2020 at 03:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top