ঢাকা, ২৯ সেপ্টেম্বর- করোনায় ছয় মাস বাসাবন্দি ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। এরমধ্যে চলচ্চিত্রের প্রস্তাবও এসেছে। তবে ছবি নয়, নাটক দিয়ে পর্দায় ফিরছেন এই তারকা। নাটকের নাম ভক্ত। কক্সবাজারে এর শুটিং শেষ হয়েছে। মৌসুমী জানান, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) এর কাজ শুরু হয়। এখানে তাকে একজন তারকার চরিত্রে দেখা যাবে। মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার। পরিচালক বলেন, বেশিরভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে। কিছু দৃশ্য থাকছে সৈকতের। তারকাদের জন্য ভক্তরা নানা কাণ্ড করে থাকেন। এমন একজন ভক্ত ও তারকার গল্প নিয়েই নাটকটি। এতে মৌসুমীর ভক্তের চরিত্রে অভিনয় করছেন কামাল খান। আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। জানা যায়, একটি বেসরকারি টিভির জন্য এটি তৈরি হয়েছে। আরও পড়ুন:সারা-দীপিকা-শ্রদ্ধার বিরুদ্ধে মাদকের প্রমাণ মেলেনি অন্যদিকে করোনার আগে মৌসুমী মুক্তিযুদ্ধভিত্তিক ছবি অর্জন ৭১-এর কাজ করেছিলেন। এর কিছু কাজ বাকি আছে। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই ছবিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান তুলে ধরা হচ্ছে। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। ছবিতে তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ। সূত্রঃ বাংলা ট্রিবিউন আডি/ ২৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2G0wucH
September 29, 2020 at 05:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top