কলকাতা, ২২ সেপ্টেম্বর- শুটিংয়ের ফাঁকে মার্কিন ফুড কোম্পানি সাবওয়েতে স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলেন টলিউড অভিনেত্রী ও পার্লামেন্ট সদস্য মিমি চক্রবর্তী। কিন্তু সাবওয়ে থেকে অর্ডার করা স্যান্ডউইচে গজিয়ে উঠেছে ছত্রাক, যা দেখে অবাক মিমি। এমন বাসি খাবার সরবরাহের জন্য কলকাতা পৌরসভায় সাবওয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে।ছত্রাক গজিয়ে ওঠা স্যান্ডউইচের ছবি টুইটারে আপলোড করে মিমি লেখেন, যারা সাবওয়ে থেকে খাবার অর্ডার করেন তাদের প্রত্যেককে বলছি দ্বিতীয়বার ভাবুন। গত ১৬ সেপ্টেম্বর আমি কলকাতার ইকো স্পেসের সাবওয়ে থেকে খাবার অর্ডার করেছিলাম তা স্বাস্থ্যকর হবে ভেবে। এই পেয়েছি! টুইটারে ছবি আপলোড করার আগেই এ সুঅভিনেত্রী মার্কিন ফুড চেইন কোম্পানি সাবওয়ের বিরুদ্ধে কলকাতা পৌরসভায় অভিযোগ করেছেন। পৌরসভায় করা অভিযোগের কপির ছবিও শেয়ার করেছেন তিনি।মিমি জানিয়েছেন, সাবওয়ের এই খাবারের নমুনা ইতিমধ্যেই পৌরসভার খাদ্য বিভাগে পৌঁছে দেওয়া হয়েছে। পাঠানো হয়েছে খাবারের বিলও। আরও পড়ুন: ভিডিও চ্যাটিং অ্যাপে নিজের ছবি দেখে খেপলেন নুসরাত কিছুদিন আগেই মদ্যপ ট্যাক্সিওয়ালার অশালীন আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মিমি। থানায় অভিযোগ জানানোর পর আবার আলিপুর আদালতে গিয়ে জবানবন্দিও দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় তৎপর এ অভিনেত্রী। এম এন / ২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2S0fKVn
September 22, 2020 at 03:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top