করোনা কাঁটায় বিদ্ধ সমগ্র বিশ্ব। যার প্রভাবে বদলে গিয়েছে সমাজজীবন। বন্ধ হয়েছে অনেক শিল্প। ঘরবন্দি পর্ব শেষে দেশে বিদেশে আবার অনেক কিছু চালু হতে শুরু করেছে। শুরু হয়েছে সিনেমা- সিরিয়ালের শুটিং। যদিও বন্ধ রয়েছে সমস্ত প্রেক্ষাগৃহ। এই অবস্থায় ভরসা একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইনেই মুক্তি পাচ্ছে সিনেমা এবং ওয়েব সিরিজ। তাসের ঘর আজ থেকে প্রচার শুরু হয়েছে নতুন বাংলা ওয়েব সিরিজ তাসের ঘর। মূল চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে। প্রয়াত বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে সম্মান জানানো হয়েছে এই ওয়েব সিরিজের নামকরণের মাধ্যমে। উল্লেখ্য, প্রয়াত এই পরিচালকের বাড়ির নামও তাসের ঘর। দীর্ঘ বিরতির পরে বাংলা ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে এই কলকাতার জনপ্রিয় অভিনেত্রীকে। স্বস্তিকাকে সর্বশেষ বাংলা ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো- তে দেখা গিয়েছিল। বলাই বাহুল্য অসম্ভব জনপ্রিয় হয়েছিল অ্যাডাল্ট সেই ওয়েব সিরিজটি। তাসের ঘর সিরিজে সুজাতা নামের একজন নারীর চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। ছবির গল্প জুড়ে থাকবে সুজাতার সংসার, সুজাতার সত্ত্বার কথা। নানা ঘটনা, টানাপোড়েনের মধ্যে দিয়ে নিজেকে নতুন করে কিভাবে চিনতে পারবে সুজাতা তাই নিয়েই এগোবে এই সিরিজ। পাতাল লোক ও বুলবুল এর পর ফের একবার এই ওয়েব সিরিজে দেখা যাবে স্বস্তিকাকে। প্লাটফর্ম হইচই- এ আজ ৩ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং শুরু হয়েছে তাসের ঘর- এর। জিল আজকে টিজারটা দেখে নিন। টিজারের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত স্ক্রীনে চোখ আটকে ছিলো। থাকবেই না কেন! পর্দায় যখন আপনি পঙ্কজ কাপুর, অভয় দেওলের মতো অভিনেতাদের অভিনয় করতে দেখবেন তখন তো অবশ্যই। সাথে আছেন পীযুষ মিশ্র ও রাজেশ শর্মা দের মতো নাম। ক্রাইম থ্রিলারের সাথে সাইফাই মিশে একাকার অবস্থা। ট্রেলারে যতটুকু গল্পের ছাপ দেখতে পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়া এএন-১২ উড়োজাহাজ, ২০০৩ সালে তার রহস্য খুঁজে পাওয়ার সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত। পরিচালক শৈলন্দর ভিয়াস খুব একটা পরিচিত নাম না। তার আগের দুটো কাজ থ্রী কালারস এন্ড এ ক্যানভাস আর পালকী। যা খুব একটা আলোচিত নয়। তবুও টিজার যতটা মুগ্ধ করেছে, পুরো সিনেমায় তার ৭০ শতাংশ দিলেও কম কিসে! ভি এ সপ্তাহে অন্যতম আলোচিত সিনেমা ভি মুক্তি পেতে যাচ্ছে অ্যামাজান প্রাইমে। ন্যাচারাল স্টার ন্যানি ও সুধির বাবু অভিনীত তেলেগু সিনেমা ভি মুক্তি পাবে আগামী ৫ মার্চ। জেন্টেলম্যানের পর আবারো নেগেটিভ রোলে অভিনয় করছেন ন্যানি। যারা ভারতের দক্ষিণের সিনেমার সঙ্গে পরিচিত, তাদের সকলেরই নিশ্চয়ই প্রিয় মুখ ন্যানি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিনেমা সম্পর্কে ন্যানি বলেন, ভি আমার ক্যারিয়ারের সবচেয়ে ডিফারেন্ট একটা মুভি হবে। এন্ডিংয়ের দুই মিনিট আগেও দর্শক বুঝতে পারবে না যে হিরো কে আর ভিলেন। সিনেমায় ন্যানি ছাড়াও সুধীর বাবু আর আদিতি রাও হায়দারির মতো তারকারা আছেন। আটকান ছাটকান গুড্ডু নামে এক তরুণকে নিয়ে সিনেমার গল্প। যার কন্ঠ ভালো, সকলে তার প্রশংসা করে। কিন্তু সঙ্গীত চর্চার মতো সক্ষমতা তার নেই। একটা সময় সেই সুযোগটাও আসে। কিন্তু বাধ সাধে বাবা। সকল বাধা তোয়াক্কা করে গুড্ডু এগিয়ে যেতে চায়। ভারতীয় সঙ্গীত জাদুকর এ আর রহমান এই সিনেমার অন্যতম প্রযোজক। তাই সিনেমাটি নিয়ে সকলের আগ্রহটা কম নয়। জি ফাইভে আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। এছাড়াও গত মাসে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের মাসাবা মাসাবা অ্যামাজানের ব্যান্ডিস ব্যান্ডিট জি ফাইভের অভয়, ভার্জিন ভাস্কর, বেবাকি, বানওয়ার এমএক্স প্লেয়ারের আশ্রম, ডেঞ্জারাস, ইরোসের ফ্লেস, ভুথের দ্যা গন গেম ওয়েব সিরজগুলো দেখতে পারেন। এছাড়া বলিউডের সঞ্জয় দত্ত, আলিয়া ভাটের সড়ক ২, ফাহাদ ফাসিলের সি ইউ সুন মুক্তি পেয়েছে গত সপ্তাহে। যা মুক্তির আগে বেশ আলোচনায় ছিলো। এম এন / ০৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3lIYRfv
September 03, 2020 at 07:46PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.