আবুধাবি, ১৯ সেপ্টেম্বর- এবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এমনই ভবিষ্যদ্বাণী করলেন দুবারের আইপিএল চ্যাম্পিয়নদের নিয়ে। আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতার প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। রোহিত শর্মার দলের অবশ্য সেটি দ্বিতীয় ম্যাচ হবে। শনিবার উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের সামনে মুম্বাই। ফলে দ্বিতীয় ম্যাচে নামার আগে আমিরশাহির পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা পেয়ে যাবে চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে ভনের মতে, মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে হলেও এবারের টুর্নামেন্ট জিততে কোনও সমস্যা হবে না কলকাতার। আইপিএল শুরুর আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতে এসেছেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম। প্রাক্তন কিউয়ি অধিনায়কের কোচিংয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগেই তিনি আত্মবিশ্বাসী। আর এই কারণেই ভন বলছেন, বাজ ম্যাকালামের কোচিংয়ে এ বার কলকাতা নাইট রাইডার্সই টুর্নামেন্ট জিতবে। ওর কোচিংয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে ত্রিনবাগো। আমার মনে হচ্ছে এবারের টুর্নামেন্ট ওর কোচিংয়ে জিতে নেবে কেকেআর। আরও পড়ুন: টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চেন্নাই কেকেআর দলে এবার ভারসাম্য রয়েছে। একদিকে যেমন রয়েছেন টেস্টের ক্রমতালিকায় এক নম্বর বোলার প্যাট কামিন্স, অন্য দিকে রয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দীনেশ কার্তিক, নীতীশ রানা, কুলদীপ যাদব, সুনীল নারিন, শুভমন গিলদের উপস্থিতিতে গভীরতা রয়েছে দলে। ভন বলেছেন, সুনীল নারিন, কুলদীপ যাদব, প্যাট কামিন্স হয়তো সব ম্যাচ খেলবে না। তাতেও সমস্যা হওয়ার কথা নয় কলকাতার।দলে কোয়ালিটি প্লেয়ার অনেক। এ বারের চ্যাম্পিয়ন কেকেআর। সূত্র : আনন্দবাজার পত্রিকা। সূত্র : বিডিপ্রতিদিন এম এন / ১৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35Wm1tn
September 19, 2020 at 05:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন