ঢাকা, ০১ সেপ্টেম্বর- আবারও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খলঅভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, ফারুক ভাইয়ের আবার জ্বর এসেছে। তাই, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাবির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এর আগে গত ১৬ আগস্ট ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনও তার জ্বর ছিল। দুইবার করোনা টেস্ট করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। এরপর সুস্থ হয়ে ২৩ আগস্ট বাসায় ফিরেছিলেন ফারুক। আরও পড়ুন: নবাব সিনেমার শুটিং শাকিবকে ছাড়াই শুরু প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। তবে এখন আর অভিনয় দেখা যায় না তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এম এন / ০১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YX370Z
September 01, 2020 at 06:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top