আর্থিক সমস্যা দূর করে ফুটবলকে এগিয়ে নেয়ার চেষ্টা করবঃ মানিক ঢাকা, ২৯ সেপ্টেম্বর- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন ৩ অক্টোবরের নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী হয়েছেন আতাউর রহমান মানিক। কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচনী লড়াইয়ে নামা দেশের বিশিষ্ট ব্যবসায়ী মানিক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমি জানি ফুটবলের মূল সমস্যা কোথায়। আমার লক্ষ্য ফুটবলে পরিবর্তন নয়, এগিয়ে নেয়া। আর্থিক সমস্যা দূর করতে পারলে দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিতে পারব। আমি সেই স্বপ্নই দেখছি। তিনি আরও বলেছেন, আমি নির্বাচনের আগে কোনো কথা বলতে চাই না। নির্বাচনে জয়ী হলে কাউন্সিলররাও তখন দেখবেন আমি কী করছি না করছি। আমার প্রথম লক্ষ্য একটা আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম এবং সরকারের সহযোগিতায় কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করা। তাছাড়া আর্থিক সমস্যা সমাধানে বড় বড় কর্পোরেট হাউসগুলোকে ফুটবলমুখী করা, বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে তৃণমূলে কাজ করতে হবে। জেলা লিগগুলো নিয়মিত করার ইচ্ছে আছে। নোয়াখালী জেলার এই ক্রীড়া সংগঠক ও সফল ব্যবসায়ী বলেছেন, আমি নির্বাচন প্রক্রিয়ায় প্রথম হলেও ফুটবলে নতুন নই। ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলার ফুটবলে স্পন্সর করে আসছি। এরই মধ্যে কাউন্সিলরদের সঙ্গে আলাপ করেছি। তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশাকরি আমি নির্বাচনে জয়লাভ করতে পারব। আরও পড়ুন:বিসিবি নিউজিল্যান্ড সফর নিশ্চিত করল এবার বাফুফে নির্বাচনে সালাউদ্দিন-মুর্শেদী সম্মিলিত ফুটবল পরিষদ এবং শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বিত পরিষদ ২১ পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুত্রঃ যুগান্তর আডি/ ২৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36kk75M
September 29, 2020 at 04:40PM
29 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top