মুম্বাই, ২৬ সেপ্টেম্বর- করোনার কারণে বন্ধ ছিল বলিউডের শুটিং। দীর্ঘদিন পর আবার ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছেন বলি তারকারা। এবার কাজে ফিরলেন আলিয়া ভাট। বৃহস্পতিবার মুম্বাইয়ের ফিল্মসিটিতে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির শুটিং আবার শুরু করলেন আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালী পরিচালিত এই ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনেত্রী। তার চরিত্রের ফার্স্ট লুক দর্শকের মধ্যে উন্মাদনা তৈরি করেছিল। এস হুসেন জাইদির লেখা মাফিয়া কুইনস অব মুম্বাই থেকে এই ছবির গল্প অনুপ্রাণিত। আরও পড়ুন: মাদক ব্যবহারের কথা স্বীকার করেছেন দীপিকা এ দিন আলিয়ারই বেশিসংখ্যক দৃশ্য শুট হয়েছে। শুট শুরুর দিনকয়েক আগে ইউনিটের সদস্যদের করোনা টেস্ট করা হয়। সাত দিন পরে আবার সদস্যদের করোনা পরীক্ষা করা হবে। পরিস্থিতি বুঝে শুটিং চলবে। ছবিতে করিম লালার চরিত্রে রয়েছেন অজয় দেবগণ। তবে আলিয়ার বিপরীতে ছোট পর্দার দুই জনপ্রিয় নায়কের নাম শোনা গেলেও, তাদের কাউকেই চূড়ান্ত করার ঘোষণা এখনো অবধি হয়নি। এন এইচ, ২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/337dimh
September 26, 2020 at 03:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top