মুম্বাই, ০৪ সেপ্টেম্বর- খুব শীঘ্রই রিয়া চক্রবর্তী কে গ্রেফতার করতে পারে সিবিআই। ৩০৬ ধারা অর্থাৎ আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানা যাচ্ছে। সিবিআই তদন্তের দেখতে পেয়েছে যে সুশান্ত সিং রাজপুত এর শারীরিক অবস্থা রিয়া চক্রবর্তীর সঙ্গে দেখা হওয়ার পর থেকে ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল। তদন্তে দেখা যাচ্ছে রিয়া ও তার পরিবার মাদক নিতে এবং সুশান্তের অবসাদকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য দিয়ে চিকিৎসা করার চেষ্টা করেছিলেন রিয়া। জি নিউজ এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রিয়া সবসময় তার বাড়িতে মাদকদ্রব্য রাখতেন। আর এই মাদকের যোগান দিতেন তার ভাই সৌভিক চক্রবর্তী। যাতে সুশান্তের মাদক পেতে কোন অসুবিধা না হয়। এভাবেই রিয়ার সঙ্গে থেকে মাদক আসক্ত হয়ে পড়েছিলেন প্রয়াত অভিনেতা। ক্রমশ সুশান্তের দিদিরা জানতে পারেন যে তাদের ভাই মাদক নিচ্ছেন। তখন রিয়ার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন তার দিদিরা এবং নেশাও বন্ধ করতে বলেছিলেন। কিন্তু সুশান্ত রিয়াকে ছাড়া থাকতে পারেননি। এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে সুশান্তের দিদিদের সঙ্গে রিয়ার তর্ক হয়েছিল। রিয়া তখন সুশান্তকে সাফ জানিয়ে দিয়েছিলেন, আমার সঙ্গে থাকো অথবা আমায় বিয়ে করো। না হলে নিজের পরিবারের কাছে চলে যাও। এর পরেই সুশান্তের সঙ্গে তার পরিবারের যোগাযোগ কমতে থাকে। পরিবার থেকে ক্রমশ দূরে চলে যান সুশান্ত। তবে দিদিরা তাকে নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। ৮ জুন অর্থাৎ যেদিন দিশা সালিয়ান এর মৃত্যু হয় সেদিন সুশান্ত খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। সেদিন রিয়ার সঙ্গে খুব ঝগড়া হয়েছিল তার এবং তার পরের রিয়া বাড়ি থেকে বেরিয়ে যান। তদন্তে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে অতিরিক্ত মাদক নেওয়া শুরু করেছিলেন সুশান্ত এবং রিয়ার সঙ্গে তাঁর দূরত্ব মেনে নিতে পারেননি। তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। দিদিদের সঙ্গে জিয়ার ঝগড়াও তিনি নাকি মেনে নিতে পারেননি। আর তাই এই কঠিন সিদ্ধান্ত তিনি বেছে নিয়েছিলেন। তবে দিল্লিতে রিয়ার আইসিআইসিআই ব্যাংকে কোন রকম টাকা ট্রান্সফার হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। এখনো পর্যন্ত তদন্তে এমন কিছু উঠে আসেনি যা থেকে বোঝা যায় যে এটি খুন। তাই মনে করা হচ্ছে সুশান্ত আত্মঘাতী হয়েছিলেন। আরও পড়ুন-কারো বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকাও: কঙ্গনা কিন্তু সুশান্তের এই আত্মহত্যার পিছনে অতিরিক্ত মাদক সেবন এবং পরিবার থেকে দূরে চলে যাওয়া একটি বিশেষ কারণ বলে মনে করা হচ্ছে। আর এই দুটি ঘটনায় ঘটেছিল রিয়া চক্রবর্তীর জন্য। রিয়ার সংস্পর্শে এসে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন সুশান্ত। আর তাই রিয়াকে খুব শীঘ্রই সিবিআই গ্রেফতার করতে পারে বলে জানা যাচ্ছে। সূত্র: কলকাতা২৪ এমএ/ ০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GwOjzV
September 04, 2020 at 06:25PM
04 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top