চ্যাম্পিয়নস লিগের পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা কর্তৃপক্ষ। সেরা ফরোয়ার্ডের জন্য সংক্ষিপ্ত তালিকায় এবার নেই বিশ্বের সেরা দুই তারকা ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। এবারের চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি, পিএসজির নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। সেরা ফরোয়ার্ড ছাড়াও সেরা গোলরক্ষক, ডিফেন্ডার এবং মিডফিল্ডারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা কর্তৃপক্ষ। চারটি পজিশনের প্রতিটির জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। এবারের তালিকায় আধিপত্য দেখিয়েছে চাম্পিয়ন বায়ার্নের খেলোয়াড়ররা। ২৩ আগস্ট লিসবনে অনুষ্ঠিত ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের ষষ্ঠ শিরোপা জিতেছিল জার্মান ক্লাব বায়ার্ন। জার্মান এই দলটির সাত জন খেলোয়াড় আছেন মোট ১২ জনের সংক্ষিপ্ত তালিকায়। এছাড়াও রানার্সআপ পিএসজির আছেন তিন জন। বাকি দুইজন হচ্ছেন ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদের। সেরা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় বায়ার্নের ম্যানুয়েল নয়্যারের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন পিএসজির কেইলর নাভাস ও অ্যাতলেটিকোর ইয়ান ওবলাক। এছাড়াও ডিফেন্ডারদের তালিকায় আছেন বায়ার্নের তিন ফুটবলার ডেভিড আলাবা, আলফোনসো ডেভিস ও জশুয়া কিমিচ। মিডফিল্ডারদের তালিকায় বায়ার্নের থমাস মুলার ও থিয়াগো আলকান্তারার সঙ্গে লড়বেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫ জন সাংবাদিকদের ভোটে করা হয়েছে এই তালিকা। কোচদের নিজের দলের খেলোয়াড়দের ভোট দেওয়ার সুযোগ নেই। আরও পড়ুন-বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার মেসি আগামী ১ অক্টোবর সুইজারল্যান্ডের নিওঁতে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের নাম। একই সঙ্গে ঘোষণা করা হবে উয়েফা বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়ের নাম। এই বছরই প্রথমবারের মতো মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ডকে পুরস্কৃত করা হবে। এমএ/ ১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32K3xKB
September 18, 2020 at 04:59PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.