করোনায় বন্ধ হয়ে যাওয়া ট্রেন চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু থাকা স্যাটল ট্রেন-২ ও স্যাটল ট্রেন-৪সহ সিরাজগঞ্জ মেইল ট্রেন এবং চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল ট্রেন চালুর দাবিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম শরিফ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা পরিষদের সদস্য রফিকুল  ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যান্য স্থানে অনেক ট্রেন চালু হয়ে গেলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী স্যাটল ট্রেনসহ আরো দু’টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এরফলে সরকার একদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। বক্তারা বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো দ্রুত চালুর দাবি জানান। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সুরক্ষার জন্য সীমানা প্রাচীর নির্মাণেরও দাবি জানান। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৯-২০




from Chapainawabganjnews https://ift.tt/3669NOO

September 27, 2020 at 02:46PM
27 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top