মুম্বাই, ০৯ সেপ্টেম্বর- প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন তার প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এদিন রাতেই রিয়াকে অনলাইনের মাধ্যমে আদালতের মুখোমুখি করা হয়। তখন তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এবং রিয়াকে ১৪ দিন অর্থাৎ দুই সপ্তাহের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। এনসিবি কার্যালয়ে রাত যাপনের পর বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে পুলিশি পাহারায় রিয়াকে মুম্বাইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়েছে। এদিন রিয়ার আইনজীবী পুনরায় আদালতে তার জামিন চাইবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এর আগে টানা তিন দিন জেরার পর রিয়াকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। শুধুমাত্র রিয়াই নন, তাঁর ভাই শৌভিক, সুশান্তের দুই কর্মচারী স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সবন্তের বিরুদ্ধেও প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানান, সুশান্তকে মাদক সরবরাহ করার কথা স্বীকার করেছেন রিয়া। কখন, কী মাদক কেনা হবে এবং তার জন্য কত টাকা খরচ করা হবে, সবকিছু ঠিক করতেন রিয়া। আরও পড়ুন-অবশেষে রিয়া চক্রবর্তী গ্রেফতার গত ১৪ জুন বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ার পর থেকে রিয়ার দিকে আঙ্গুল তোলেন সবাই। পরে মৃত্যুর বিষয়টি তদন্তে নেমে সিবিআই রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে মাদক সংশ্লিষ্টতার তথ্য খুঁজে পায়। এরপর তদন্ত শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। পরে সংশ্লিষ্টতা থাকায় গ্রেফতার করা হয় রিয়ার ভাই শৌভিক এবং সুশান্ত সিংয়ের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। মঙ্গলবার গ্রেফতার করা হয় রিয়াকেও। এমএ/ ০৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hdA2Vx
September 09, 2020 at 11:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top