মুম্বাই, ১১ সেপ্টেম্বর- রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দিলো মুম্বাইয়ের বিশেষ আদালত। পাশাপাশি খারিজ হয়েছে অভিনেত্রীর ভাই শৌভিক চক্রবর্তীসহ একই মামলায় আটক আরও পাঁচ জনের আবেদন। রিয়ার আইনজীবী এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পিটিশন দায়ের করবেন বলে ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার রিয়ার জামিনের আবেদনের শুনানি ছিল মুম্বাইয়ের বিশেষ আদালতে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে মাদক চক্রের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার সন্ধ্যাবেলা গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুনানি শেষে বিশেষ আদালত জানায়, রিয়া ও শৌভিককে জামিন দেওয়া হবে কি-না তার চূড়ান্ত রায় জানানো হয় শুক্রবার সকালে। বিচারক জি বি গুরাও জামিনের আবেদন খারিজ করে দেন তলে। ফলে আপাতত বাইকুলা সংশোধনাগারেই কাটাতে হবে রিয়া চক্রবর্তীকে। এই রায়ের পরই হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে। এক বিবৃতিতে জানান, তারা রায়ের কপির জন্য অপেক্ষা করছেন। সামনের সপ্তাহে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। আরও পড়ুন:জেলখানায় যেভাবে রাত কাটিয়েছেন রিয়া মঙ্গলবার রিয়াকে গ্রেপ্তারের পর তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। তাকে ডাক্তারি পরীক্ষা ও কভিড টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের সিওন হাসপাতালে। সেই রাতে এনসিবির হেফাজতেই রাখা হয়। পরদিন স্থানান্তরিত করা হয় বাইকুলার নারী জেলে। সূত্র: দেশ রূপান্তর আডি/ ১১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3kdd2b7
September 11, 2020 at 11:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top