শিবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু’টি স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তারা।
মৃতরা হলেনÑ শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ী গ্রামের মৃত মংলুর ছেলে রুহুল আমিন (৫২) ও দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুরের মৃত মনিরুজ্জামান লুধু মাস্টারের ছেলে বুলবুল আহমেদ (৩২)।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে কানসাট ইউনিয়নের বহলাবাড়ি গ্রামের বুলবুল বাড়ির বাইরে যান গরু আনতে। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। প্রায় একই সময়ে দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের বিলে মহিষ চরানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান রুহুল আমীন। এ ঘটনায় ২টি গরুও মারা যায়।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বজ্রপাতে দুইজনের নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৯-২০



from Chapainawabganjnews https://ift.tt/3koR44T

September 17, 2020 at 07:17PM
17 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top