ঢাকা, ৩০ সেপ্টেম্বর- মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স আগ্রহ দেখালেও মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু এই সফর স্থগিত হয়ে গেলো। তাতে বাংলাদেশি কাটার মাস্টারের কোনও কূল রক্ষা হলো না। শ্রীলঙ্কা সফরের জন্য আইপিএলে খেলতে বিসিবির অনাপত্তিপত্র হাসিমুখে গ্রহণ করেছেন মোস্তাফিজ। ভারতীয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে কোটি টাকা উপার্জনের সুযোগ হাতছাড়া হলেও তাতে গুরুত্ব দেননি। কিন্তু শ্রীলঙ্কা যাওয়াও বাতিল হলো। একসঙ্গে দুটি ধাক্কা খাওয়ার পরও নিজেকে সামলে নিচ্ছেন বাঁহাতি পেসার। মোস্তাফিজ বলেছেন, শ্রীলঙ্কা সফর স্থগিত হচ্ছে আগে জানলে বোর্ড তাকে আইপিএলের এনওসি দিতো। এই বাঁহাতি পেসার আক্ষেপহীন কণ্ঠে বললেন, বিসিবি যদি জানতো শ্রীলঙ্কা সফর হবে না তাহলে আমাকে আইপিএলে খেলার এনওসি দিতো। যা হয়েছে, ভালোই হয়েছে। আমি আইপিএলে খেললে হয়তো এক কোটি টাকা আয় করতাম। আরও পড়ুন: এবারের আইপিএলে কোন কোচের বেতন কত? শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইনের শর্ত বিসিবি প্রত্যাখ্যান করে সঠিক কাজ করেছে মনে করেন তিনি। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মোস্তাফিজ বলেছেন, টেস্ট সিরিজ খেলতে পারলে দারুণ হতো। ১৪ দিনের জন্য আমাদের কোয়ারেন্টাইনে যেতে শ্রীলঙ্কার প্রস্তাব মানা সম্ভব হতো না। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে আপনি রুমে বসে থাকতে পারেন না, তা যতই কঠিন অনুশীলন করে থাকেন না কেন। বিসিবি চেষ্টা করেছিল, কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টাইন তাদের আইন। আমি মনে করি একে শ্রদ্ধা জানানো উচিত। শেষবার মোস্তাফিজকে ২০১৫-১৬ মৌসুমের পাকিস্তান সুপার লিগ খেলতে অনাপত্তিপত্র দিয়েছিল না বিসিবি। ওই সময় তাকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল বিসিবি। কিন্তু এবার তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ কোনও আইপিএল দল তার সঙ্গে চুক্তি করেনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছেন, তার চোটের শঙ্কায় আমরা তাকে যেতে (পিএসএল) দেইনি এবং আমরা তাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছিলাম। এবার ভিন্ন ব্যাপার। তখন পিএসএলে তার সঙ্গে চুক্তি করেছিল দল, আর এবার আলোচনা চলছিল প্রাথমিক পর্যায়ে (আইপিএল)। ব্যাপার হলো কোনও দল তাকে নেয়নি। জাতীয় স্বার্থে আমরা তাকে এনওসি দেইনি। তাই তাকে কোনও ধরনের ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা খুবই কম। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3l18pBm
September 30, 2020 at 01:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top