ঢাকা, ১৯ সেপ্টেম্বর- দুজনের নামই না দিয়ে শুরু। ছেলেটির নাম নাদিম। মেয়েটি নাবিলা। না দিয়ে যাদের নাম শুরু, তারা কি একে অপরকে লাইফ পার্টনার করতে হ্যাঁ বলবেন? তুমি কি আমারই নাটকে পাওয়া যাবে এর উত্তর। রোমান্টিক-কমেডি ধাঁচের নতুন গল্পটি লিখেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালনা করেছেন তিনিই। নাদিম চরিত্রে ফারহান আহমেদ জোভান ও নাবিলার ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়াও আছেন শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকিসহ অনেকে। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে। আরও পড়ুন: তাহসান-তিশার মানি মেশিন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, প্রেম ও হাস্যরসের মিশ্রণে নাটকটি বানিয়েছি। জোভান ও তানজিন তিশার কেমিস্ট্রিটা ভালো মানিয়েছে। দর্শকরা উপভোগ করলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। নাটকটিতে রয়েছে তুমি কি আমারই শিরোনামের একটি গান। এর কথা, সুর ও কণ্ঠ আহমেদ সবুজের। নির্মাতা জানান, নাটকটি শিগগিরই সম্প্রচারের উদ্যোগ নিচ্ছেন। এম এন / ১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RNiFAh
September 19, 2020 at 05:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top