মুম্বাই, ২২ সেপ্টেম্বর- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক মামলায় জেল হেফাজতের মেয়াদ বাড়ল রিয়া চক্রবর্তীর। প্রয়াত অভিনেতার বান্ধবীকে ৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই রাখা হবে। বাইকুলা মহিলা সংশোধনাগারে রিয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। কিন্তু দায়রা আদালতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আরজিতে তাকে হেফাজতে রাখার সময় বাড়ল। এখনই রিয়া ও তার ভাই সৌভিককে নিজেদের হেফাজত থেকে ছাড়তে চাইছে না এনসিবি। তাই তাদের বন্দিত্বের মেয়াদ বাড়ানোর আবেদন করে। সুশান্তর মৃত্যু তদন্তে মাদক যোগ পাওয়ার পরই গ্রেপ্তার হন রিয়া। তার আগে গ্রেপ্তার করা হয় তার সৌভিক, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত-সহ একাধিক ব্যক্তিকে। রিয়া প্রথমে বলেছিলেন তিনি কোনো দিনই মাদক নেননি। এমনকি তার আইনজীবী বলেছিলেন যে কোনো সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তার মক্কেল। কিন্তু এনসিবি সূত্রে খবর, ৩৬ ঘণ্টা টানা জেরার পর রিয়া স্বীকার করেছেন যে তিনি মাদক নিয়েছিলেন। সুশান্তর জন্যও নিয়মিত মাদক কিনতেন। সৌভিকও জেরার স্বীকার করেছেন, সুশান্তর জন্য গাঁজা কিনেছিলেন তিনি। আর তার জন্যই জায়েদ ভিলাত্রা, আবদুল বাসিত পরিহর ও সূর্যদীপ মালহোত্রার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই মাদক কেনাবেচায় পয়সা দিতেন রিয়াই। আরও পড়ুন-এবার মাদককাণ্ডে জেরা করা হতে পারে সারা-শ্রদ্ধাকে গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। সেবারও ১৪ দিনের জেল হেফাজত হয় রিয়ার। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। আদালত এ দিন আরও ১৪ দিনের হেফাজত মঞ্জুর করেছে। মাদক যোগে এখনো পর্যন্ত ১৮ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে কেউ কেউ বলিউডের সেলিব্রিটিদের ড্রাগ সরবরাহের বিষয়ের কথাও স্বীকার করে নিয়েছেন। সবারই ৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত বাড়ানোর আবেদন এনসিবি। এ দিকে বোম্বে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছেন সৌভিক ও রিয়া। এমএ/ ২২ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cjJaH2
September 22, 2020 at 11:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন