মুম্বাই, ০৯ সেপ্টেম্বর-স্টারপ্লাসে প্রচারিত জনপ্রিয় সিরিয়াল কাসৌটি জিন্দেগি কে টুতে অভিনয়ের সুবাদে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পার্থ সামথান। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে- জনপ্রিয় এই তারকা সিরিয়ালটিতে আর অভিনয় করতে চান না বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছেন তিনি। তবে কেন সে বিষয়ে কিছু জানাননি পার্থ। এরইমধ্যে পার্থকে নিয়ে শোনা যাচ্ছে আরও একটি নতুন গুঞ্জন। ২৯ বছর বয়সী এই তারকা নাকি বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন। সঞ্জয়লীলা বনসালীর গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়িতে আলিয়া ভাটের প্রেমিকের চরিত্রে পাওয়া যাবে তাকে। অল্প বয়সী গাঙ্গুবাঈকে (আলিয়া ভাট) বেশ্যালয়ে বিক্রি করে দিয়েছিল তার প্রেমিক। সেই চরিত্রই সিনেমায় ফুটিয়ে তুলবেন পার্থ। আর এজন্যই নাকি তিনি কাসৌটি জিন্দেগি কে টু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও পড়ুন-কঙ্গনাকে নিয়ে বিমানবন্দরে পক্ষে-বিপক্ষে স্লোগান বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পার্থ সামথান। আডি/ ০৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iqIlhO
September 09, 2020 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top