মুম্বাই, ০৪ সেপ্টেম্বর- বলিউডের শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চনের বিপদ যেন কাটছেই না। সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এরপরই তিনি কাজে ফেরার ঘোষণা দেন তিনি। সেই অনুযায়ী কৌন বনেগা ক্রোড়পতি-২ সেটে কাজেও ফেরেন তিনি। কিন্তু এর মাঝেই আবার বিপাকে পড়লেন অমিতাভ। খবর নিউজ এইট্টিনের সব সতর্কতা মেনেই কৌন বনেগা ক্রোড়পতির শুটিং শুরু হয় ৷ এরই মধ্যে বেশ কিছু পর্বেরও শুটিং সম্পন্ন হয়েছে৷ সেই ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছিলেন অমিতাভ ৷ এমন সময়ই বিপদের সংকেত দেখা দিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতির সেটের ২ জনের শরীরে ধরা পড়েছে করোনা । এর পর থেকেই কপালে চিন্তার ভাজ স্টুডিও পাড়ায়৷ ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে শুটিং ৷ আলোচনার মধ্যে দিয়েই কেবিসি-র শুটিং নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আরও পড়ুন- সুশান্তের পরিকল্পনা ছিল সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরি করার করোনা রীতিমত গ্রাস করেছিল অমিতাভ বচ্চনের পরিবারকে। ওই পরিবারের চার সদস্য একসঙ্গে করোনায় আক্রান্ত হন। ১১ জুলাই বিগ বি ও অভিষেক করোনায় সংক্রমিত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যর শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন। সূত্র: সমকাল এমএ/ ০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hYoR49
September 04, 2020 at 06:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top