শিবগঞ্জের দুই মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রী মর্যাদা দাফন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দুই মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।
প্রথমে মুক্তিযোদ্ধা মহসিন আলী (৯০) ও পরে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কাজল (৭০) এর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ইউএনও সাকিব আল-রাব্বি, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ সনু, জেলার মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রানা, বিভিন্ন ইউনিয়ন হতে আগত মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মহসিন আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের এরাদত বিশ্বাস টোলা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি এ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার পৌণে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও  ছয় মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন হলেন, একই ইউনিয়নের একবরপুর ডাক্তার টোলা গ্রামের মৃত রশীদুজ্জামানের ছেলে। তিনি গত মঙ্গলবার জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে সাংসদ ডা. শিমুল প্রতিশ্রুতি অনুযায়ী উভয় পরিবারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৯-২০




from Chapainawabganjnews https://ift.tt/3n3EQ3D

September 30, 2020 at 08:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top