প্রত্যাশিত জয়ে নতুন মৌসুমের প্রস্তুতি সারলো বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলে প্রীতি ম্যাচে জিরোনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সা। নতুন মৌসুম শুরুর আগে দল নিয়ে সমর্থকদের দুশ্চিন্তা ছিল চরমে। তবে, প্রীতি ম্যাচের পারফরম্যান্সে কিছুটা আশা ফিরে পাচ্ছে কাতালানরা। দলবদল নিয়ে নানা নাটকীয়তার পর গেল সপ্তাহে জিমন্যাস্টিকের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরেন লিওনেল মেসি। যদিও সে ম্যাচে স্বরূপে দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। তবে, এদিন জিরোনার বিপক্ষে শুরু থেকেই চেনা ছন্দে এল.এম.টেন। বারবার প্রতিপক্ষের ডি-বক্সে হানা দিতে থাকে মেসির দল। ২১ মিনিটে কাতালানদের লিড এনে দেন ফিলিপে কৌতিনিয়ো। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে দারুণ এক গোল করে ব্যবধান বাড়ান মেসি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটি তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করে জিরোনা। আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার মেসি তবে, কিছুক্ষণ পরই আবারও লাইম লাইটে মেসি। ৫১ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) জোয়ান গ্যাম্পার ট্রফির ফাইনালে এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কাতালানদের লা লিগা মিশন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আডি/ ১৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35K4zb6
September 17, 2020 at 04:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top