১০ দিন ধরে হয়েছে অনেক নাটক। লিওনেল মেসি বার্সেলোনায় থাকবেন নাকি থাকবেন না, এই আলোচনায় মুখর ছিল ফুটবল বিশ্ব। অবশেষে নীরবতা ভেঙে আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়ে দিয়েছেন, আরও এক মৌসুম বার্সেলোনায় থাকছেন তিনি। গোল ডটকমের কাছে দেওয়া সাক্ষাৎকারে গত কয়েকদিন ঘটে যাওয়া নাটকীয় পরিস্থিতি নিয়ে অনেক কথাই বলেছেন মেসি। তার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল, সেটাও জানিয়েছেন ছয়বারের ব্যালন ডিঅর জয়ী। সেই ১৩ বছর বয়স থেকে বার্সেলোনায় আছেন মেসি। স্ত্রী আন্তোনেলা রুকুজ্জুও লম্বা সময় ধরে আছেন কাতালান রাজধানীতে। তিন ছেলে- থিয়াগো, মাতেও ও সিরোও বেড়ে উঠছেন বার্সেলোনার আলো-বাতাসে। দুই ছেলের স্কুলও ওখানে। মেসি বার্সেলোনা ছেড়ে গেলে তার সঙ্গে পুরো পরিবারই অন্য কোথাও চলে যেতে হতো। এতদিন ধরে বসবাস করে যে জায়গা আপন করে নিয়েছে তারা, সেখান থেকে চলে যাওয়ার কথা শুনে ভয়ঙ্কর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। মেসি জানালেন, কেঁদেছিলেন পরিবারের সবাই। আরও পড়ুন- মেসির বার্সায় থাকার ভালো ও মন্দ দিক বার্সা ছাড়ার সিদ্ধান্ত পরিবার কীভাবে গ্রহণ করেছিল, গোল ডটকমের এমন প্রশ্নে মেসি বলেছেন, আমার পুরো পরিবার কাঁদতে শুরু করে। আমার সন্তানেরা যেমন বার্সেলোনা ছাড়তে চায় না, তেমনি স্কুলও পাল্টাতে চায় না। থিয়াগো বড়। ও কেঁদে আমাকে বলেছিল আমরা না যাই। এমএ/ ০৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F0ju6e
September 05, 2020 at 11:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top