চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা ‘অগ্নিস্বাক্ষর’ এর মোড়ক উন্মোচনে প্রযুক্তিকে সঙ্গে নিয়ে শিক্ষা কার্যাক্রম পরিচালনার তাগিদ

মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক মুক্তিযোদ্ধাদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অন্যতম প্রকাশনা ‘অগ্নিস্বাক্ষরে’ এর মোড়ক উন্মোচন রকরা হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে মোড়ক উন্মোচন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এর কিউরেটর নজরুল ইসলাম খান। যিনি এনআই খান নামে অধিক পরিচিত।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এন আই খান বলেন, ‘ বর্তমান বিশ্বে প্রযুক্তির বিকাশের ফলে সব কিছুই দ্রুত পরিবর্তনশীল। প্রযুক্তিগত কারণে আজকের বিষয় আগামী কালই পরিবর্তন হচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রযুক্তির সহায়তা নিতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে’।
তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন।  
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মন্ডল, পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট জাকিউল ইসলাম প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রকাশনা অগ্নিস্বাক্ষর বইটিতে চাঁপাইনবাবগঞ্জের ১২’শ মুক্তিযোদ্ধার স্বাক্ষর ও অনুভূতি লেখা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৯-২০



from Chapainawabganjnews https://ift.tt/3cJa8Il

September 30, 2020 at 03:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top