মুম্বাই, ২০ সেপ্টেম্বর- করোনায় আক্রান্ত হয়েছিলেন মুন্নিখ্যাত বলিউড আইটেম তারকা মালাইকা অরোরা। সপ্তাহ দুয়েকের লড়াই শেষে এখন তিনি বেশ সুস্থ। জানালেন সুসংবাদও, ইতোমধ্যে পেয়েছেন করোনার নেগেটিভ সনদও। ইনস্টাগ্রামে আজ (২০ সেপ্টেম্বর) তথ্যগুলো জানান এ তারকা। সার্টিফিকেট হাতে একটি ছবিও পোস্ট করেন মালাইকা। লেখেন, অবশেষে রুমের বাইরে আসতে পারলাম। মনে হচ্ছে, আমি আউটিংয়ে এসেছি। খুব কম ব্যথা ও অস্বস্তির মধ্যে ভাইরাসমুক্ত হতে পেরেছি বলে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। আমার চিকিৎসক, হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিতে চাই। আমার পরিবার অসম্ভব সহযোগিতা করেছে। আমার প্রতিবেশী ও বন্ধু সবাই আমার পাশে ছিল। এমন বিপদের সময় তাদের এই সাহায্য আমি ভাষায় প্রকাশ করতে পরব না। সবাই নিরাপদে থাকুন ও ভালো থাকুন। আরও পড়ুন-অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রীর হেনস্তার অভিযোগ মালাইকা চলতি মাসে একটি ডান্স কম্পিটিশনের শুটিং করছিলেন, তখনই করোনা টেস্ট করেন। এবং পজিটিভ ফল পান। সংবাদমাধ্যম মিড-ডে-কে বলেন, সৌভাগ্যবশত আমার পরিবারের কেউ ভাইরাসে আক্রান্ত হয়নি। যখন করোনা পজিটিভ ফল এলো আমি খুব শকড হয়েছি। কারণ আমার তেমন কোনও উপসর্গই ছিল না। এরপর থেকে আমার সন্তান ও পরিবারের সদস্যদের কাছ থেকে আলাদা হয়ে যাই। জানান, আপাতত বিশ্রামেই থাকছেন। আগের চেয়েও কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। এমএ/ ২১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3mEkgGX
September 21, 2020 at 06:25AM
21 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top