ম্যানচেস্টার,০২ সেপ্টেম্বর- ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াইয়ে ৫ রানের দারুণ জয় পেয়েছে বাবর আজমের দল। এতে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে ১-১ সমতায় তিন ম্যাচের সিরিজ শেষ করেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ে অভিষেক ম্যাচে রেকর্ড গড়লেন হায়দার আলি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসেই দৃষ্টিনন্দন সব শটে খেলেছেন তিনি। খেলেছেন ৫৪ রানের ম্যাচ জেতানো ইনিংস, গড়েছেন রেকর্ড। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান দলের দুই ওপেনার ফখর জামান (২ বলে ১) ও বাবর আজম (১৮ বলে ২১) রানে আউট হন। এরপর তিন নম্বরে মাঠে নামেন হায়দার আলি। সঙ্গে পেয়ে যান দলের অভিজ্ঞতম সদস্য মোহাম্মদ হাফিজকে। দুজন মিলে গড়েন ৬১ বলে ১০০ রানের জুটি। যেখানে সমান অবদান রাখেন অভিষিক্ত হায়দার। উইকেটের চারপাশে দর্শনীয় সব শটে নিজের সাবলীল ব্যাটিং করেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ৫ চার ও ২ ছয়ের মারে ৩৩ বলে ৫৪ রানের ইনিংস। আরও পড়ুন- অবশেষে দেশে ফিরেছেন সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে হায়দারের আগে পাকিস্তানের পক্ষে আর কেউ ফিফটি করতে পারেননি। এতদিন ধরে অভিষেক ম্যাচে পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ রান ছিল উমর আমিনের। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪ বলে ৪৭ রান করেছিলেন তিনি। তৃতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এদিকে পাকিস্তানের পক্ষে রেকর্ড হলেও সবমিলিয়ে বিশ্বের ৪৫তম ক্রিকেটার হিসেবে অভিষেক টি-টোয়েন্টিতে ফিফটি করেছেন হায়দার। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আডি/ ০২ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gQZBeT
September 02, 2020 at 09:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন