ঢাকা, ১১ সেপ্টেম্বর- হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন ইমাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালেই ভর্তি ছিলেন ইমাম। সপ্তাহখানেক সেখানে থাকলেও তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির শোক বার্তায় প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন,মেজর ইমাম ছিলেন বিনয়ী, নিবেদিত ও পরিশ্রমী একজন মানুষ। নিরাপত্তা ইস্যুগুলির ক্ষেত্রে তার ইতিবাচক পরিচালনা, বিশেষ করে চ্যালেঞ্জিং বিষয়গুলি চির স্মরণীয় হয়ে থাকবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইলো। আরও পড়ুন: বিপিএলের ভবিষ্যত দেখছে না বিসিবি প্রসঙ্গত, বিসিবির নিরাপত্তা প্রধান হিসেবে ২০১৩ সালে যোগ দেন মেজর হোসেন ইমাম। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া পরিসরে বিসিবির বিভিন্ন নিরাপত্তা প্রোটোকল সমন্বয় ও দেখভালের কাজ করেছেন। সূত্র : বাংলা ট্রিবিউন এম এন / ১১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35qqqEm
September 11, 2020 at 04:00PM
11 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top