আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘটনা দিক বদলেছে। এখন তার বার্সাতেই থাকার সম্ভাবনা বেশি। মেসি থেকে গেলে নিঃসন্দেহে লাভবান হবে বার্সা। সেজন্যই তো তাকে আটকানোর এতো চেষ্টা! কিছু খারাপ দিকও কিছু আছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা পক্ষে-বিপক্ষে তেমনই কিছু কারণ তুলে ধরেছে। মেসির বার্সায় থাকায় ভালো দিক: বার্সেলোনার আক্রমণে মেসি অপরিহার্য। তাকে ছাড়া নতুন দল গুছিয়ে নেওয়া কোম্যানের জন্য কঠিন হবে। দলের ওপর মেসির প্রভাব উল্লেখযোগ্য। তার মতো দলকে প্রভাবিক করার বা প্রভাব খাটানোর মতো ফুটবলার কেউ নেই। মেসি সর্বশেষ মৌসুমে ৩১ গোল ও ২৬ গোলে সহায়তা দিয়েছেন। বার্সায় তিনি থেকে যাওয়া মানে বার্সার এতোগুলো গোলের নিশ্চয়তা পেয়ে যাওয়া। মেসির ক্লাব ছাড়ার ঘোষণায় সবচেয়ে ব্যাকফুটে ছিলেন বার্সা প্রেসিডেন্ট মারিও বার্তামেউ। এখন তিনিই মেসিকে ধরে রাখার কৃতিত্ব নেবেন দুহাতে। অস্থিরতা চলে আসা ক্লাবে আবার সুখের হওয়া ফেরানোর কৃতিত্ব অবশ্য তার প্রাপ্যও। সঙ্গে বাজারে বার্সার মূল্য বেড়ে যাবে। মেসি মানেই ব্রান্ড ভেল্যু। করোনা সংকট কাটিয়ে উঠতে বার্সার তাই মেসিকে দরকার ছিল। সর্বশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদ লিগ শিরোপার জন্য বার্সার সঙ্গে লড়াই করেছে। আগামী মৌসুমে রিয়াল, অ্যাথলেটিকো মাদ্রিদ, সেভিয়ার মতো দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামতে হবে বার্সার। মেসি দলে থাকলে লড়াইটা চালিয়ে যাওয়া সহজ। এছাড়া মেসির সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলার সামর্থ্য থাকতেই বার্সা দলে গুছিয়ে নেওয়ার সুযোগটা পুরোপুরি পাচ্ছে। মেসির বার্সায় থাকার খারাপ দিক: মেসিকে ধরে রাখতে মোটা অঙ্কের বেতন দিতে হবে বার্সার। কাজটা কঠিন। বিশেষ করে করোনা পরবর্তী। বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ সেজন্য মেসিকে একটু বুদ্ধি খাটিয়েই বিক্রি করতে চেয়েছিলেন। মেসি থাকলে বার্সা তার বিকল্প হিসেবে হেবিওয়েট কাউকে কিনতে পারবে না। বরং তরুণদের তৈরি হওয়ার অপেক্ষাই করতে হবে। বার্সার ওপর মেসির প্রভাবও হিতে বিপরিত হতে পারে। দল গোছাতে ঝামেলা হতে পারে কোম্যানের। আরও পড়ুন-মেসি যোগ দিতে যাচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে মেসি বার্সার কিংবদন্তি। তার প্রতি ভক্তদের ভালোবাসা অকুণ্ঠ। কিন্তু সপ্তাহ ধরে মেসি ক্লাব ছাড়ার ব্যাপারে যে কাণ্ডটা করেছেন ভক্তদের মনে নেতিবাচক প্রভাব পড়াই স্বাভাবিক। মেসি পারফরম্যান্স দেখালে সেটা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু খারাপ সময়ও তো আসবে তার। মেসির বার্সায় থেকে যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো ক্লাবের ইমেজ ধরে রাখা। ওইখানে শেষ পর্যন্ত সফল হতে চায় বার্সা। সূত্র: সমকাল এমএ/ ০৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Z3KicD
September 05, 2020 at 06:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top