জাতীয় দলে অভিষেকের পর থেকেই একাধিক রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ভারতকে দুটি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফিসহ অসংখ্য শিরোপা উপহার দেয়া সাবেক এই সফল অধিনায়ক। জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) একাধিক রেকর্ডের মালিক চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিতে অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ জয়ের মাইলস্টোন গড়েছেন ধোনি। আরও পড়ুন- হায়দরাবাদকে হারিয়ে আইপিএল শুরু ব্যাঙ্গালোর শুধু জয়ের রেকর্ড গড়াই নয়, ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে ১৯১ ম্যাচে অংশ নিয়ে ধোনি ধরেছেন ১০০টি ক্যাচ। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে আর মাত্র তিনটি ক্যাচ ধরলেই ধোনি ছাড়িয়ে যাবেন সুরেশ রায়নাকে। তবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসিবে ধোনি ধরেছেন ৯৬টি ক্যাচ। আজ আর মাত্র ৫টি ক্যাচ ধরলেই ধোনি ছাড়িয়ে যাবেন দীনেশ কার্তিককে। তিনি আইপিএলে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১০১টি ক্যাচ ধরেছেন। ধোনি আইপিএলে ব্যাট হাতে মেরেছেন ২৯৫টি ছক্কা। আজ আর পাঁচটি ছক্কা হাঁকালেই ৩০০-এর ক্লাবের ঢুকে যাবেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে ৩০০ ছক্কার নজির গড়েছেন রোহিত শর্মা (৩৬১) ও সুরেশ রায়না (৩১১)। সূত্র: যুগান্তর আডি/ ২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3kxGVmq
September 22, 2020 at 03:43PM
22 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top