কলকাতা, ১০ সেপ্টেম্বর- আইপিএল শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। পুরো দল: দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কমলেশ নাগারকেটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমন গিল, সিদ্ধেশ ল্যাড, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, এম সিদ্ধার্থ, ক্রিস গ্রিন, টম ব্যান্টন, নিখিল নায়েক। কোচিং স্টাফ: ব্রেন্ডন ম্যাকালাম (হেড কোচ), অভিষেক নায়ার (সহকারী কোচ), টাইমল মিলস (বোলিং কোচ), জেমস ফস্টার (ফিল্ডিং কোচ), ডেভিভ হাসি (মেন্টর) সম্ভাব্য প্রথম একাদশ, ১। সুনীল নারিন ২। শুভমন গিল ৩। নীতীশ রানা ৪। ইয়ন মর্গ্যান ৫। দীনেশ কার্তিক (অধিনায়ক) ৬। আন্দ্রে রাসেল ৭। রাহুল ত্রিপাঠী/রিঙ্কু সিং ৮। প্যাট কামিন্স ৯। শিবম মাভি/ বরুণ চক্রবর্তী ১০। কুলদীপ যাদব ১১। প্রসিদ্ধ কৃষ্ণা আরও পড়ুন-অবসর ভেঙে মাঠে ফিরতে চান যুবরাজ সিং হাতের আঙুলের চোটের জন্য আইপিএলের শুরুতে নাও খেলতে পারেন ইয়ন মর্গ্যান। সেক্ষেত্রে তাঁর জায়গায় সুযোগ পাবেন ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার টম ব্যান্টন। সেক্ষেত্রে শুভমন গিলের জায়গায় ব্যান্টনই হয়তো ওপেন করবেন। ৩ নম্বরে গিল এবং ৪ নম্বরে নামতে পারেন নীতীশ রানা। অন্যদিকে আমিরশাহীর পিচ যদি স্পিনারদের সহযোগিতা করে সেক্ষেত্রে স্পিনার বরুণ চক্রবর্তী সুযোগ পাবেন। নতুবা নিয়মিত খেলতে পারেন শিবম মাভি। এমনিতে খাতায় কলমে কেকেআরের ব্যাটিং বিভাগ খুব শক্তিশালী। দলে অন্তত চারজন ব্যাটসম্যান আছেন যারা একার দমে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। সুনীল নারিন এবং কুলদীপ যাদবের উপস্থিতিতে স্পিন বিভাগও যথেষ্ট ভাল। তবে, অভিজ্ঞ পীযুষ চাওলার অভাব বোধ করতে পারে নাইটরা। কলকাতার সবচেয়ে চিন্তার জায়গা হল পেস বিভাগ। প্যাট কামিন্স আর লকি ফার্গুসন ছাড়া প্রথম সারির পেসার নেই। ভারতীয় পেসাররা অনভিজ্ঞ। তবে, সার্বিকভাবে নাইট বাহিনী যথেষ্ট শক্তিশালী বলেই মত বিশেষজ্ঞদের। সূত্র: সংবাদ প্রতিদিন আডি/ ১০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33fO4Rh
September 10, 2020 at 04:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন