শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই বোন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই বোন নিহত হয়েছেন। রোববার বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরবাসুদেরপুরের রজব আলীর স্ত্রী মাসরুফা খাতুন ও তার বোন খাদিজা খাতুন।
শিবগঞ্জ থানার ওসি সামশুল আলম শাহ জানান, রজব আলী তার স্ত্রী, শ্যালিকা ও ছোট সন্তানকে নিয়ে সোনামসজিদ এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। ছোট সোনামসজিদ এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসরুফা খাতুন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান খাদিজা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসরুফার মরদেহ উদ্ধার করেছে।  
ওসি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। তবে ট্রাক ও চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১০-২০



from Chapainawabganjnews https://ift.tt/3dAaSjD

October 18, 2020 at 03:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top