শিবগঞ্জে ২৫শ’ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৫ শ’ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাটে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। তবে অভিযানে কোন মা ইলিশ পাওয়া যায়নি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরই অংশ হিসেবে পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল বিক্রি বন্ধ ও প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযান অংশ নেন ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার হাফিজুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৯-১০-২০



from Chapainawabganjnews https://ift.tt/31n56gj

October 19, 2020 at 08:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top