কলকাতা, ০২ অক্টোবর- টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। অসাধারণ অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি টলিউডের প্রিয় মুখ হয়ে ওঠেন। ভক্তদের ভালোবাসায় তিনি একজন ভারতীয় সাংসদও। সম্প্রতি লন্ডনে শুটিং করতে গিয়েছেন ভারতীয় সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। তবে সেখানে যাওয়ার পর তিনি ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। সেখানে ভারতীয় হাইকমিশনার গায়েত্রী ঈসার কুমারের মাধ্যমে তার আবেদন ব্রিটিশ পুলিশের সদর দফতর স্কটল্যান্ড ইয়ার্ডে পৌঁছে গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত জাহানের আশঙ্কা, লন্ডনে তাকে যেকোনো মুহূর্তে খুন করা হতে পারে। তাই ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পশ্চিমবঙ্গে সরকারকেও এ ব্যাপারে জানানো হয়েছে। আরও পড়ুন: মাল থেকে মাছ, সিগারেট থেকে জল- আমরা তো সবই খাই: স্বস্তিকা গত কয়েক দিন আগে ইনস্টাগ্রামে এক পোস্ট দেন নুসরাত জাহান। ওই পোস্টে তিনি মহালয়ার শুভেচ্ছা জানান। এর তিন দিন পরে ইনস্টাগ্রামে দূর্গা সেজে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এরপরই ফুঁসে ওঠেন দেশটির ধর্মীও নেতারা। তারা বলেন, হিন্দুদের পূজায় এভাবে অংশ নেয়া ইসলাম বিরোধী। এরপরই হত্যার হুমকি পেতে থাকেন নুসরাত। এ ব্যাপারে নুসরাত জানান, তিনি আগামী ১৬ অক্টোবর পর্যন্ত লন্ডনে থাকবেন। আমি মানবতাবাদে বিশ্বাসী। মানবতাই আমার জীবনের আদৰ্শ। এম এন / ০২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30rpoVE
October 02, 2020 at 10:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top