ঢাকা, ৪ অক্টোবর- উন্নত চিকিৎসার জন্য গত ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন মিয়াভাইখ্যাত নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ভর্তি হন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। জানা গেছে, তিনি টিবি রোগে আক্রান্ত। এখন তার অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। আর তাই হাসপাতালের ছাড়পত্র নিয়ে হোটেলে উঠেছেন তিনি। এমনটাই জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। আরও পড়ুন:জাতির জনক বঙ্গবন্ধু হত্যা নিয়ে চলচ্চিত্রে বাপ্পী চৌধুরী গতকাল তিনি জানান, ফারুক এখন আগের থেকে বেশ সুস্থ আছেন। তবে অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তার শরীর দুর্বল। আমরা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে পাশেই একটি হোটেলে উঠেছি। দুইদিন পর শারীরিক অবস্থার ফলোআপের জন্য আবার হাসপাতালে নিয়ে যেতে বলেছেন চিকিৎসক। এদিকে, মাউন্ট এলিজাবেথে লি, ইয়ান ও চৌনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ফারুক। চিকিৎসকদের পরামর্শ মেনে খাবার গ্রহণ করছেন তিনি। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। এর আগে, গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফারুককে। করোনাসহ নানা ধরনের পরীক্ষা করা পরেও তার অসুস্থতার সঠিক কারণ উদ্ধার করা সম্ভব হয়নি। করোনার ফলও নেগেটিভ আসে। তারপরও তার জ্বর না কমায় গত ৫ সেপ্টেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। আর/০৮:১৪/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33qCkgi
October 04, 2020 at 10:55AM
04 Oct 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top