মা ইলিশ সংরক্ষণ কর্মসুচির অংশ হিসেবে নারায়ণপুরে ১৯০ জেলের মাঝে চাল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে চলতি বছরের ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসুচির অংশ হিসেবে ১৯০ জন জেলের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মৎস্য অফিস নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে এই চাল বিতরণ করে।
বিশেষ চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী মাহমুদা সুলতানা, উপজেলা সমন্বয়কারী জামাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আহমেদ খাঁ, একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন শরীফ।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ কর্মসুচির আওতায় আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকায় জেলেদের এই বিশেষ প্রণোদনা প্রদান করা হলো।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১০-২০
from Chapainawabganjnews https://ift.tt/2Te3nWh
October 22, 2020 at 09:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন