ঢাকা, ০২ অক্টোবর- অ্যাপ, ওয়েব বা ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে ঢাকাই ছবির সবচেয়ে বড় ক্যানভাস শাকিব খানের। যাকে ছাড়া গেল এক যুগেরও বেশি সময় দেশের প্রেক্ষাগৃহ অচল প্রায়! করোনাকালের কারণে দেশের প্রেক্ষাগৃহের দরজা গেল ছয়মাস বন্ধ। এরমধ্যেই মাঠে নামলেন শাকিব খান। নির্মাতা-প্রযোজক অনন্য মামুনের নেতৃত্বে শেষের পথে নবাব এলএল.বির শুটিং। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম পোস্টার। যা দেখে, যারপরনাই মুগ্ধ খান-ফ্যান। কারণ, বাইকে বসা শাকিব খানকে ঢাকাই ছবির নবাবের আদলেই তুলে ধরেছেন নির্মাতা। সঙ্গে সবাইকে চমকে দিয়ে ঘোষণা দিলেন, প্রেক্ষাগৃহে নয়- ছবিটি সরাসরি মুক্তি দেওয়া হবে আই থিয়েটার নামের একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। যা শাকিব খানের ক্যারিয়ার তো বটেই, মূল ধারার ঢাকাই সিনেমার ইতিহাসে প্রথম ঘটতে যাচ্ছে। নির্মাতা অনন্য মামুন বলেন, বিষয়টি সবাই আজ জানতে পারলেও পুরো প্রজেক্ট প্ল্যান এভাবেই সাজিয়েছি আমরা। এটির জন্য শাকিব ভাই নিজেও বেশ উচ্ছ্বসিত। কারণ, তিনি সময়টাকে পড়তে জানেন সবচেয়ে ভালো। তাই, ওটিটি প্ল্যাটফর্মে যে সরাসরি ছবি মুক্তির সময় এসেছে- সেই কথাটা জানান দিলেন তিনিই। তাছাড়া এই বিষয়ে আমরা পরস্পর চুক্তিবদ্ধ আছি। শুটিংমামুন জানান, আই থিয়েটার একটি লিমিটেড প্রতিষ্ঠান। যার সঙ্গে জাড়িয়ে আছে দেশ-বিদেশের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের প্ল্যান, ১৫ অক্টোবর থেকে অ্যাপটি উন্মুক্ত করা হবে। আর গ্র্যান্ড ওপেনিং হবে ২৩ অক্টোবর নবাব এলএল.বি মুক্তি দেওয়ার মাধ্যমে। আরও পড়ুন:তোমরা তার জিভ কেটে দিয়েছো, কিন্তু চুপ করাতে পারোনি: আলিয়া কিন্তু শুটিং তো এখনও বাকি। পরিচালক আশ্বস্ত করেন। বলেন, বাকি শুধু গান আর একটি ফাইট দৃশ্যের। পুরো টিম মালদ্বীপ যাচ্ছি সামনের সপ্তাহে। এরমধ্যে চলছে সম্পাদনা ও আবহসংগীতের কাজ। আমাদের আত্মবিশ্বাস, শেষ করে ফেলবো। তবে কি করোনাকাল পেরিয়ে মৃতপ্রায় সিনেমা হলগুলো বাঁচানোর পথ্য হিসেবে শাকিব খানের নবাব এলএল,বি প্রেক্ষাগৃহে উঠছে না? নির্মাতার স্পষ্ট জবাব, আপাতত, না। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মাণ চলতি নবাব এলএল.বিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই। আডি/ ০২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3nbkBRE
October 02, 2020 at 05:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন