জেলায় কমিউিনিটি পুলিশিং ডে পালিত

‘মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, কমিউিনিটি পুলিশিং এর সদস্য সচিব সামিউল হক লিটন, অধ্যাপক কামাল উদ্দিন, সাংবাদিক শহিদুল হুদা অলক, সদর মডেল থানার ওসি মোঃ মোজাফফর হোসেন।।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এতে বক্তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের সঙ্গে জনগনকে সম্মেলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
শিবগঞ্জ
আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি।
এ সময় শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন,শিবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক এ্যাডভোকেট আতাউর রহমান, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল রাজিব রাজু প্রমুখ।এ সময় কমিউনিটি পুলিশের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নাচোল
নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা পুলিশের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
ভোলাহাট
আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, জেলার ভোলাহাট উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। ভোলাহাট থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০টায় ভোলাহাট থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। তদন্ত অফিসার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যন রাব্বুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান ইয়াজ দানি জর্জ, গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মুসফিকুর রহমান তারা, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইখতেখার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আওয়ামী লীগ নেতা সাইফুল বিশ্বাস, গোহালবাড়ী ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-১০-২০



from Chapainawabganjnews https://ift.tt/31YQ4xD

October 31, 2020 at 08:38PM
31 Oct 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top