মুম্বাই,০৩ অক্টোবর- অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার পর ড্রাগ, নেপোটিজম, ইনসাইডার ভার্সেস আইটসাইডার-এর মতো বিষয়গুলো নিয়ে শোনা যায় নানা তর্ক-বিতর্ক। প্রয়াত এই তারকার মৃত্যুর বিষয়টি তদন্ত করছেন এনসিবি ও ইডি। মাদককাণ্ডে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি বেশ কয়েকজন তারকার নামও। এদিকে, সুশান্তের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি অক্ষয় কুমার। তবে এবার নীরবতা ভেঙে বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে কথা বললেন তিনি। এই খিলাড়ি তারকা একটি ভিডিও শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। যেখানে তিনি সুশান্তের মৃত্যু, বলিউডের মাদককাণ্ড, মিডিয়া এবং ভক্তদের উদ্দেশে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে মনে কিছু কথা ঘুরছিলো। কিন্তু কিভাবে বলবো সেটি বুঝতে পারছিলাম না। আমরা নিজেদের তারকা বলি ঠিকই। তবে এই বলিউড ইন্ডাস্ট্রিকে আপনারা (ভক্ত) তৈরি করেছেন। আমরা শুধু ফিল্মের সাহায্য আমাদের দেশ ও তার সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছি। যখনই আপনাদের সেন্টিমেন্টের বিষয়টি সামনে এসেছে এবং আপনারা যাই অনুভব করেছেন আমরা সেটি বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। হোক সেটি দারিদ্রতা, বেকারত্ব বা দুর্নীতি। আরও পড়ুন:প্রিয়াঙ্কার আত্মজীবনী প্রকাশের আগেই সেরা বিক্রির তালিকায় যোগ করে অক্ষয় কুমার বলেন, সুশান্তের হঠাৎ চলে যাওয়ার পর এমন কিছু বিষয় সামনে এসেছে যা আপনাদের মতো আমাকেও কষ্ট দিয়েছে। মানছি বলিউড ইন্ডাস্ট্রির কিছু মানুষ ড্রাগ দেওয়া-নেওয়ার সঙ্গে জড়িত রয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে, ইন্ডাস্ট্রির সবাই এটি করে। সকলকে এক নজরে দেখবেন না দয়া করে। আডি/ ০৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30uEeKY
October 03, 2020 at 04:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন