পর্তুগালের লিসবনে গেলো মৌসুমের ফাইনালে প্যারিস সেন্ত জার্মেইকে ১-০ ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ার্ডেও জয়জয়কার জার্মান ক্লাবটির। মাঠের খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করা বায়ার্নের ফুটবলাররাই জিতে নিয়েছেন প্রায় সব পুরস্কার। সেরা মিডফিল্ডারের খেতাব জিতেছেন কেবল ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। এমনকি উয়েফার সেরা কোচ হয়েছেন বায়ার্নের কোচ হান্সি ফ্লিক। আরও পড়ুন: ৪০ বছর পর্যন্ত খেলবেন রোনালদো! ফাইনালে নেইমারএমবাপ্পেদের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো ম্যানুয়েল নয়্যার জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। সেরা ডিফেন্ডার হয়েছেন বায়ার্নের জশুয়া কিমিচ। এদিকে সেরা ফরোয়ার্ডের খেতাব জিতেছেন দলটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাবও জিতে নিয়েছেন। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ০১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cNgir2
October 01, 2020 at 07:37PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন