মাদকসেবনের দায়ে কানসাট আওয়ামী লীগ নেতা রেজাউল লালঘরে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাদকসেবনের দায়ে দেড় বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তার সহযোগি কানসাট বিশ্বনাথপুর গ্রামের মৃত আলতামাসের ছেলে রিপন আলীর  দুই বছরের কারাদন্ড দেয়া হয়। শুক্রবার রাতে পারকানসাট এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত। তবে সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা বলে জানা যায়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান, রাতে প্রকাশ্যে মাদকসেবন করেছে- এমন সংবাদ পেয়ে পারকানসাট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক হয় রেজাউল করিম (৩৭) ও রিপন আলী (৩৪)। পরে ভ্রাম্যমান আদালতে
২০১৮ এর ৩৬ (১) (১৬) ধারায় রেজাউলের দেড় বছর ও রিপনের দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বলেন, ‘রিপনের বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে। ওই মামলায় জামিনে বেরিয়ে এসে সে আবারও মাদকসেবন করছিল’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১০-২০



from Chapainawabganjnews https://ift.tt/31DGsbi

October 24, 2020 at 03:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top