ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলে ভর করেছে করোনাভাইরাস। থিয়াগো আলকানতারার পর এবার লিভারপুলের তারকা স্ট্রাইকার সাদিও মানে করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) এ খবর জানিয়েছে লিভারপুল। থিয়াগো আলকানতারার করোনা পজিটিভ রিপোর্ট আসার পরদিনই লিভারপুলের এই স্ট্রাইকারের করোনা পজিটিভ হওয়ার খবর এলো। লিভারপুল তাদের এক বিবৃতিতে জানায়, সাদিও মানে করোনা পজিটিভ। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সেলফ আইসোলেশনে আছেন তিনি। আরও পড়ুন:চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হতে চলেছেন মেসি-রোনালদোরা গেল সোমবার আর্সেনালের বিপক্ষে খেলেছিলেন তিনি। গোলও করেছিলেন সে ম্যাচে। এরপরই হালকা উপসর্গ দেখা দেয় তার। দ্রুত করোনা পরীক্ষা করা হয়, তারপরই ফল আসে কোভিড-১৯ আক্রান্ত। তবে, শারীরিকভাবে সুস্থই আছেন তিনি। অল রেডদের আগামী ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে। তবে থিয়াগো এবং মানে দুজনই এই ম্যাচে খেলতে পারবেন না। সূত্র: সময় টিভি আর/০৮:১৪/০৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36ocDyO
October 03, 2020 at 09:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top