চাঁপাইনবাবগঞ্জে ৫ ইউপিতে ভোটগ্রহন চলছে
চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল ও শিবগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে মঙ্গলবার দু’ চেয়ারম্যান পদসহ সদস্য পদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯ টায় যথারীতি শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫ টা পর্যন্ত। পাঁচ ইউপির মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে এবং তিনটিতে সদস্য পদে নির্বাচন হচ্ছে।
চরঅনুপনগর ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে ৮ হাজার ৮’শ ৮৮ ভোটার ও ফতেপুর ইউনিয়নে ১২টি ভোট কেন্দ্র ২৩ হাজার ৮’শ ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ভোট কেন্দ্রে সকালে থেকে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিত ছিলো কম।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনজন। এরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত সেরাজুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এবং স্থানীয় বিএনপি সমর্থিত জহুরুল হক বিশ^াস বুলু (মোটরসাইকেল) ও অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মেম্বার (আনারস)।
এদিকে, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের ভোটযুদ্ধে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মাত্র দু’ জন প্রার্থী। তারা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত খাইরুল ইসলাম (নৌকা) ও বিএনপি মনোনীত সাদির আহম্মদ ভুলু (ধানের শীষ)।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে ২নং সাধারণ ওয়ার্ডের ও নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ৯নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে এবং শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যের শূন্য পদের এই উপ-নির্বাচনেও ভোট গ্রহণ চলছে।
জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ২টি ইউনিয়নে ৩ জন করে ম্যাজিষ্ট্রেট দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, অনুপনগর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বাচ্চু ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল হক মৃত্যুবরণ করায় পদ দু’টি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১০-২০
from Chapainawabganjnews https://ift.tt/3kfgJgM
October 20, 2020 at 12:11PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত
12 Nov 20200টিচাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২৪ জনের নমুনা প...আরও পড়ুন »
ভোলাহাটে বাল্যবিয়ের দায়ে কারাগারে গেলেন বর-কনের পিতা
12 Nov 20200টিভোলাহাটে বাল্যবিয়ের দায়ে কারাগারে গেলেন বর-কনের পিতা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর...আরও পড়ুন »
চাঁপাইনবাবগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে জরিমানা
12 Nov 20200টিচাঁপাইনবাবগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাস...আরও পড়ুন »
শিবগঞ্জে ৪৮তম যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
12 Nov 20200টিশিবগঞ্জে ৪৮তম যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ...আরও পড়ুন »
নাচোলে কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি প্রনোদনা বিতরণ
12 Nov 20200টিনাচোলে কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি প্রনোদনা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষকদের মাঝে কৃষ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.