ঢাকা, ০৪ অক্টোবর- ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছাদূত হলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার এখন দেশব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করবেন। ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মুশফিক শিশুদের অধিকার এবং যুবসমাজকে প্রভাবিত বিষয়গুলির নিয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করবেন। এর মধ্যে থাকছে শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব, সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তা। এনিয়ে মুশফিক এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের শিশু অধিকারে উন্নতি আনতে আমি মানুষকে উৎসাহিত করবো। ইউনিসেফের সাথে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত। আরও পড়ুন: আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছেন কোহলি তিনি আরও বলেন,আমি আশাকরি আপনারা আমাদের সাথে যোগ দেবেন, সকল শিশুর জন্য একটি সুন্দর জীবন গড়ে তোলার এই যাত্রায়। আসুন সকল শিশুর জন্য উপযুক্ত একটি বাংলাদেশ সৃষ্টি করি। টাইগার ক্রিকেটারদের মধ্যে মুশফিক ছাড়াও সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলা মুশফিক তিন ফরম্যাটের ক্রিকেটে টাইগারদের হয়ে ১২ হাজারের কাছাকাছি আন্তর্জাতিক রান করেছেন। যেখানে তার অধীনে ১৪টি সেঞ্চুরি রয়েছে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ জাতিসংঘের একটি বিশেষ সংস্থার নাম। শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সংস্থাটি। সূত্র : বাংলানিউজ এন এইচ, ০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3jvTH4G
October 04, 2020 at 01:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top