কলকাতা, ০৪ অক্টোবর- কলকাতায় করোনা, তাই এবার সবকিছুরই জৌলুস হারিয়েছে। তবু বাঙালির অন্যতম উৎসব দুর্গা পূজা হচ্ছে এবং তা কলকাতায় হবে কোনোরকমে। এবার তাই মল্লিকবাড়ির পুজোতে সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা। একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। দুর্গা পুজোর সময় কলকাতাসহ বিভিন্ন জেলার দর্শনার্থীসহ ভক্তরা একবার হলেও দেখার চেষ্টা করেন মল্লিকবাড়ির পুজো । ওই কটা দিন ফ্যানেদের আবদারও মেটান রঞ্জিত মল্লিকসহ মেয়ে কোয়েল। তবে এবারের করোনা পরিস্থিতিতে বন্ধ থাকবে সাধারণের জন্য মল্লিক পরিবারের সদর দরজা। একমাত্র হাজির থাকার অনুমতি রয়েছে মল্লিক পরিবারের সদস্যদের। সকলের সুরক্ষার কথা মাথায় রেখেই মল্লিক পরিবারের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কোয়েল। কোয়েল জানিয়েছেন, সংবাদকর্মী, সাধারণ মানুষসহ মল্লিক পরিবারের সদস্য ও ছোটদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন:ডিপজলের ছেলের রাজকীয় বিয়ে, কোটি টাকার কাবিন জুলাইয়ে করোনার কবলে পড়েছিলেন সদ্য মা হওয়া কোয়েল। করোনার প্রকোপ থেকে বাদ পড়েনি স্বামী নিসপাল সিং রানে, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকও। তবে এখন দুমাসের শিশুপুত্রসহ মল্লিক পরিবারের সকলেই সুস্থ আছেন। তবে কোয়েলের বাড়ির পূজো এই বছর ভক্তরা দেখতে না পেলেও বড়পর্দায় কোয়েলকে দেখার সুযোগ থাকছে। কারণ পূজোয় মুক্তি পাচ্ছে কোয়েল মল্লিকের ছবি রক্ত রহস্য। আডি/ ০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33y8qXD
October 04, 2020 at 11:47AM
04 Oct 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top