পদ্মায় পুড়িয়ে ফেলা হলো ৮ হাজার মিটার জাল
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ও নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ৮ হাজার মিটার জাল আটকের পর তা পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযানে ১৫কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পদ্মা নদীর এসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, নাচোল খামার ব্যবস্থাপক আব্দুর রহিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ও মৎস্য বিভাগের অন্যান্য সহকর্মীরা।
অভিযানে ১৫ কেজি ইলিশ মাছ পাওয়া গেলেও জব্দকৃত ৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল টাওয়ারের ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজর টাকা। পরে ১৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১০-২০
from Chapainawabganjnews https://ift.tt/2TooDbG
October 24, 2020 at 10:23PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন