চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউনক্লাব থেকে আহম্মেদুল্লাহ চৌধুরীর বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ ও স্কুল কলেজ রোড থেকে করনেসন রোড পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম।
২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র সাইদুর রহমান ও মোসলেমা বেগম, পৌরনভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, টাউন প্লানার ইমরান হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের প্রতিনিধি হাজী বাবলু, সাধারণ পাঠাগার প্রতিনিধি নাসিরুল হক ও ক্লাব সুপার মার্কেট প্রতিনিধি নাসিরুল ইসলাম লালু। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল বারেক ও এনামুল হক।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-৩ এর আওতায় এই নির্মাণ ও পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এরজন ব্যয় হচ্ছে, প্রায় ১ কোটি ৯ লাখ টাকা। উন্নয়ন কাজ দু’টির বাস্তবায়ন হলে চাঁপাইনবাবগঞ্জ শহরের একাংশের জলাবদ্ধতা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার বহুলাংশে উন্নতি হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-২০



from Chapainawabganjnews https://ift.tt/37L1EjL

October 25, 2020 at 05:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top