বটতলাহাটে কারেন্ট জাল বিক্রির দায়ে দু’জনকে ১ বছর করে কারাদন্ড
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে বটতলাহাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে দু’জনকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ শ টি কারেন্ট জাল জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার এই দন্ডাদেশ প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শঙ্করবাটী এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল আলিম ও একই এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে হোসেন আলী।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, ক্ষেত্র সহকারী সুকুমার রায়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
সিনিয়র সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মাসুদ রানা জানান, অভিযানে বাজারগুলোতে কাউকে ইলিশ মাছ বিক্রয় করতে দেখা না গেলেও ২টি দোকান হতে নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া যায়। যার দৈর্ঘ্য প্রায় ২০ হাজার মিটার এবং মূল্য প্রায় ৪ লাখ টাকা।
তিনি আরো জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান গত ১৪ অক্টোবর থেকে শুরু হয়েছে। যা চলবে আগমী ৪ নভেম্বর পর্যন্ত। এই ২২ দিন নদী থেকে ইলিশ আহরণ, মজুত, পরিবহন, ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১০-২০
from Chapainawabganjnews https://ift.tt/3jb79dk
October 17, 2020 at 09:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন