ঢাকা, ০৬ অক্টোবর- দেশের নাটকে অন্যতম জনপ্রিয় কাজ হিসেবে ধরা হয় মোশাররফ করিম অভিনীত ৪২০। এর মাধ্যমে ধারাবাহিক নাটকেও তুমুল জনপ্রিয়তা পান এ অভিনেতা। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এ মেগা ধারাবাহিকটি চ্যানেল আই পর্দায় আবারও দেখানো হবে। নাটকটিতে ছোট পরিসরে বাংলাদেশের কিছু রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ দেখানো হয়। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লুৎফর রহমান জর্জ। ৪২০ নাটকের গল্পে দেখা যায় দুই ভাইকে, যারা গ্রামে চুরি করতো। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। একসময় তারা মসজিদের টাকা চুরি করে ঢাকায় চলে আসে। রাজধানীতে এসে ঘটনাক্রমে জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য। শেষ পরিণতিও তাদের ভাগ্যকে বদলে দেয়। ২০১২ সালে ধারাবাহিকটি প্রচারের পর থেকে বিপুল জনপ্রিয় হয়। নাটকে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সোহেল খান, মারজুক রাসেল প্রমুখ। চ্যানেল আই পর্দায় ৪২০ নাটকটি প্রচার হবে প্রতি সোম, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়। আডি/ ০৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SrDge2
October 06, 2020 at 06:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top