মুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। মুম্বাই হাইকোর্ট রিয়া চক্রবর্তীকে জামিন দিয়েছে। তবে রিয়া জামিন পেলেও জামিন পাননি রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। সুশান্ত হত্যা মামলায় জামিন পেয়েছেন স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তরাও। তবে মুম্বাই ছাড়তে গেলেও আদালতের নির্দেশ লাগবে রিয়ার। কোন ভাবেই দেশের বাইরে যাওয়া চলবে না। দশ দিন পর আবারো হাজিরা দিতে হবে। টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। মাদক যোগের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল নারকোটিস কন্ট্রোল ব্যুরো। আরও পড়ুন:চাঞ্চল্যকর তথ্য, সুশান্তকে খুনের অডিও রেকর্ড ফাঁস! গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মুম্বাই পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করতেই নানা ঘটনা সামনে আসে। দেখা যায় সুশান্ত মাদক নিতেন। মাদক যোগের কথা স্বীকার করেন রিয়া। তার যুক্তি ছিল কেদারনাথের সময় থেকেই মাদক নেন সুশান্ত। তিনি সুশান্তের ম্যানেজার দীপেশকে দিয়ে সময়ে সময়ে মাদক আনিয়েছেন কিন্তু নিজে মাদক নেননি। আডি/ ০৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3jJGvtq
October 07, 2020 at 09:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top